Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস বাংলাদেশের টাঙ্গাইল জেলার নির্বাচন সংক্রান্ত একটি সরকারি কার্যালয়। এটি নির্বাচন কমিশন (ইলেকশন কমিশন) এর একটি শাখা হিসাবে কাজ করে এবং জেলার নির্বাচন প্রক্রিয়া নির্দেশিত করে। টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস নিজেস্ব ভবনে অবস্থিত হয়।

টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসের প্রাথমিক কাজ হলো জেলা ভিত্তিক নির্বাচন প্রক্রিয়ার পরিচালনা করা। এটি জেলা স্তরে প্রাথমিক ও জেলা পরিষদের নির্বাচন, জেলা চেয়ারম্যান ও জেলা ভোটার নিবন্ধন সংক্রান্ত কাজগুলি পরিচালিত করে। জেলা নির্বাচন অফিস এছাড়াও জেলা ভিত্তিক নির্বাচন কর্মকাণ্ডের সময় নির্বাচন সংক্রান্ত নীতি এবং নির্দেশাবলী পরিচালিত করে।


উপজেলা ভিত্তিক ভোটার সংখ্যাঃ

জেলা

উপজেলা

পুরুষ

মহিলা

হিজরা

মোট






টাঙ্গাইল

মির্জাপুর

১৭৯১৮৪

১৭৭৯৬১

৩৫৭১৫১

দেলদুয়ার

৯১৪৫০

৯০১৩৭

১৮২৫৮৮

নাগরপুর

১৩০৪২৮

১২৮৭২৭

২৫৯১৫৯

গোপালপুর

১১৩৬৭০

১১৩৭৩৫

২২৭৪০৬

মধুপুর

১২৫১১৫

১২৬০৩৯

২৫১১৫৫

ধরবাড়ী

৭৮৩৮৬

৮১৬৭১

১৬০০৫৭

কালিহাতী

১৭৭৪২০

১৭৫২৪৪

৩৫২৬৬৭

ভূঞাপুর

৮৪৭০৩

৮২১৬৮

১৬৬৮৭২

বাসাইল

৭৩৮২৭

৭৫২৮৪

১৪৯১১২

ঘাটাইল

১৭৯১৪৯

১৭৮১৪৫

৩৫৭২৯৬

টাঙ্গাইল সদর

২১৮৪৪৬

২১৭৩৬৪

৪৩৫৮১০

সখিপুর

১১৮২৬২

১২০০৭৯

২৩৮৩৪২

মোট-

১৫৭০০৪০

১৫৬৬৫৫৪

২১

৩১৩৭৬১৫


উপজেলা ও উপজেলাওয়ারী ইউনিয়নের তালিকা 

► টাঙ্গাইল জেলায় মোট উপজেলা: ১২ টি।

► টাঙ্গাইল জেলায় মোট ইউনিয়ন সংখ্যা: ১২০ টি।

 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    

ক্রমিক

উপজেলার নাম

ইউনিয়নের সংখ্যা

ইউনিয়নের নাম

মধুপুর

১১

মির্জাবাড়ী, গোলাবাড়ী, আলোকদিয়া, আউশনারা, শোলাকুড়ি, অরণখোলা, কুড়ালিয়া, মহিষমারা, বেরীবাইদ, ফুলবাগচালা, কুড়াগাছা

ধনবাড়ী

ধোপাখালী, বীরতারা, পাইস্কা, মুসুদ্দী, বলিভদ্র, বানিয়াজান, যদুনাথপুর

গোপালপুর

ধোপাকান্দি, মির্জাপুর, আলমনগর, ঝাওয়াইল, হেমনগর, নগদা শিমলা, হাদিরা

ভূঞাপুর

অর্জুনা, গাবসারা, ফলদা, গোবিন্দাসী, অলোয়া, নিকরাইল

ঘাটাইল

১৪

ঘাটাইল, জামুরিয়া, আনেহলা, দিঘলকান্দি, দিগড়, দেওপাড়া, সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া, লোকেরপাড়া, দেওলাবাড়ী, সংগ্রামপুর, লক্ষিন্দর, সাগরদিঘী

কালিহাতী

১৩

দুর্গাপুর, সল্লা, গোহালিয়াবাড়ী,  বল্লা, কোকডহড়া, পাইকড়া, সহদেবপুর, বীরবাসিন্দা, নাগবাড়ী, বাংড়া, নারান্দিয়া, দশকিয়া, পারখি

টাঙ্গাইল সদর

১২

হুগড়া, কাতুলী, দাইন্যা, কাকুয়া, বাঘিল, মগড়া, পোড়াবাড়ী, ছিলিমপুর, করটিয়া, গালা, ঘারিন্দা, মাহমুদনগর

নাগরপুর

১২

নাগরপুর, মামুদনগর, মোকনা, ভাদ্রা, ধুবুরিয়া, সলিমাবাদ, বেকড়া-আটগ্রাম, সহবতপুর, ভাড়রা, গয়হাটা, পাকুটিয়া, দপ্তিয়র

দেলদুয়ার

দেউলি, এলাসিন, পাথরাইল, আটিয়া, লাউহাটি, ফাজিলহাটি, ডুবাইল, দেলদুয়ার

১০

মির্জাপুর

১৪

মহেড়া, জামুর্কী, ফতেপুর, আনাইতারা, বানাইল, ভাতগ্রাম, বহুরিয়া, গোড়াই, আজগানা, বাশতৈল, তরফপুর, ওয়ার্শী, লতিফপুর, ভাওড়া

১১

বাসাইল

ফুলকী, কাউলজানী, কাশিল, হাবলা, কাঞ্চনপুর, বাসাইল

১২

সখিপুর

১০

কাকড়াজান, বহেড়াতৈল, গজারিয়া, যাদবপুর, হাতীবান্ধা, কালিয়া, দাড়িয়াপুর, বহুরিয়া, 
বড়চওনা, হতেয়া রাজাবাড়ী



জাতীয় পরিচয়পত্র ফি জমা প্রদান সংক্রান্ত

 

                                                                                                                                                                                    

ক্রমিকনং

কার্যসমূহ

ধার্যকৃতফি/চার্জ

সাধারণ (৩০ কার্যদিবস)

জরুরী (৭ কার্যদিবস)

০১.

জাতীয় পরিচয়পত্র নবায়নঃ

           

জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে তা প্রদানের তারিখ হতে ১৫(পনের) বছর। জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বা পরে তা নবায়নের জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের নিকট আবেদন করতে হবে।

১০০টাকা

১৫০টাকা

০২.

হারানো বা নষ্ট হবার কারণে নূতন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিঃ

           

জাতীয় পরিচয়পত্র নম্বর বা ভোটার নম্বর উল্লেখ করে যে কোন থানায় জিডি করতে হবে এবং জিডির মূলকপি সংযুক্ত করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

 

 

(ক) প্রথমবারআবেদনেরক্ষেত্রে

২০০টাকা

৩০০টাকা

(খ) দ্বিতীয়বারআবেদনেরক্ষেত্রে

৩০০টাকা

৫০০টাকা

(গ) পরবর্তীযেকোনবারআবেদনেরক্ষেত্রে

৫০০টাকা

১০০০টাকা

 

                                                                                                                                                

ক্রমিকনং

কার্যসমূহ

ধার্যকৃতফি/চার্জ

০৩.

জাতীয়পরিচয়পত্রসংশোধনঃ

           

জাতীয়পরিচয়নিবন্ধনেরসময়প্রত্যেকনাগরিকফরম-২ এ যে সব তথ্য প্রদান করেন সে সব তথ্য হতে বাংলায় ও ইংরেজিতে নিজেরনাম, পিতারনাম, মাতারনাম, জন্মতারিখ, ঠিকানা, রক্তেরগ্রুপ ও নিজের স্বাক্ষর ইত্যাদি তথ্য জাতীয় পরিচয়পত্রে লিখা হয়। জাতীয় পরিচয়পত্রের এ সব তথ্যের সংশোধনকে “জাতীয় পরিচয়পত্র সংশোধন” হিসেবে গণ্য।

 

(ক) প্রথম বার আবেদনের ক্ষেত্রে

২০০টাকা

(খ) দ্বিতীয় বার আবেদনের ক্ষেত্রে

৩০০টাকা

(গ) পরবর্তী যে কোন বার আবেদনের ক্ষেত্রে

৪০০টাকা

০৪.

তথ্য-উপাত্ত সংশোধনঃ

           

জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত তথ্যসমূহ ছাড়া ফরম-২ লিখিত অন্যান্য তথ্যসমূহ সংশোধন করাকে “তথ্য-উপাত্ত সংশোধন” হিসেবে গণ্য করা হবে।

 

(ক) প্রথম বার আবেদনের ক্ষেত্রে

১০০টাকা

(খ) দ্বিতীয় বার আবেদনের ক্ষেত্রে

২০০টাকা

(গ) পরবর্তী যে কোন বার আবেদনের ক্ষেত্রে

৩০০টাকা

◊ উপরিউক্ত ফি/চার্জ ট্রেজারী চালানের মাধ্যমে অথবা “সচিব, নির্বাচন কমিশন সচিবালয়” এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে (ভ্যাটসহ) পরিশোধ করা যাবে।


         

ট্রেজারী চালানে জমাঃ

           

বাংলাদেশ ব্যাংকের সকল শাখায় এবং সোনালী ব্যাংকের ট্রেজারী শাখাসমূহে নির্দিষ্ট হারে জাতীয় পরিচয়পত্র ফি অর্থনৈতিক কোড নং- "১-০৬০১-০০০১-১৮৪৭-জাতীয় পরিচপত্র ফি" নতুন কোড-১৪২২৩০২। উক্ত ফি এর উপর শতকরা ১৫ টাকা হারে মূল্য সংযোজন কর জমা দিতে হবে। মূল্য সংযোজন করের অর্থনৈতিক কোড নং- "১-১১৩৩-০০০০-০৩১১-মূল্য সংযোজন কর" নতুন কোড-১১৪১১০১। মূল্য সংযোজন কর কোড এর "০০০০" স্থলে ফি জমাদানকারীকে সংশ্লিষ্ট কমিশনারেটের কোড লিখতে হবে। কমিশনারেটের কোড সমূহ  নিম্নরূপঃ

           

ঢাকা (পূর্ব)-০০৩০            ঢাকা (দক্ষিণ)- ০০১০       রংপুর-০০৪৫                    রাজশাহী-০০২০

           

ঢাকা (পশ্চিম)-০০৩৫        কুমিল্লা-০০৪০                 যশোর-০০০৫                    চট্টগ্রাম-০০২৫

           

ঢাকা (উত্তর)-০০১৫           সিলেট-০০১৮                খুলনা-০০০১